Iphone 15 এর ডিজাইন ও ফিচার
একেবারে মাথা ঘুরিয়ে দেওয়া সব ফিচার নিয়ে হাজির হচ্ছে Iphone 15 শেষ পর্যন্ত এর দাম কত হচ্ছে আর নতুন কি কি প্রযুক্তি আসতে চলেছে এ নিয়ে যে রকম আলোচনা শোনা যাচ্ছিল তাতে নতুন করে রং ছড়িয়েছে কিছু তথ্য। নতুন লাইনার সম্পর্কে কি কি জানা গিয়েছে চলুন জেনে নিই সেই সব।
জানা গেছে Iphone 15 এর এর নতুন লাইন আপে চারটি মডেল উন্মুক্ত হওয়ার
সম্ভাবনা রয়েছে। বিশেষজ্ঞদের ধারণা নতুন লাইন আপের দুটি ফোনে 6.1
ইঞ্চি স্ক্রিন, বাকি দুটি মডেল এ থাকবে 6.7 ইঞ্চি স্ক্রিন। বর্তমানে আইফোনে
একটি মিউট বাটন থাকে। শোনা যাচ্ছে Iphone 15 সিরিজে মিউট বাটন সরিয়ে নতুন
কিছু আপডেটেড ফিচার আসবে।
আইফোনের মূল আকর্ষণ থাকবে এর ক্যামেরা ফিচার, এর আগে ৪৮ মেগাপিক্সেল ক্যামেরা
সংযুক্ত হয়েছিল Iphone 14 সিরিজের প্রিমিয়াম মডেল গুলোতে, যা এইবার Iphone
15 সিরিজের সবগুলো ফোনে থাকা যাবে বলে শোনা যাচ্ছে।
কিছু নির্দিষ্ট সেটিং এর ফলে এই ফোনের সেন্সর গুলোর কভার এক্সপোজার ও আন্ডার
এক্সপোজার নিয়ন্ত্রণ দারুণভাবে বদলে যাবে। আসলে এই সেন্সর গুলোর কারণে একজন
ব্যক্তির মুখের পরিষ্কার ছবি তুলতে সক্ষম, আবার কেউ তীব্র লাইটের বিপরীতে
দাঁড়িয়ে ছবি তুললে ছবি বার্ন করবে না বরং সাবজেক্ট এর ফোকাস ঠিক থাকবে।
ক্যামেরার অন্যতম আকর্ষণ হিসেবে পেরিস্কোপ ক্যামেরার ব্যবহার এগিয়ে আছে,
তবে এখন পর্যন্ত পাওয়া তথ্য মতে শুধু Iphone 15 Pro Max এ টেলি ফটো ক্যামেরার
জন্য পেরিস্কোপ লেন্স সিস্টেম ব্যবহার করা হবে। Iphone 14 Pro Max এ 3x
অপটিক্যাল জুম সুবিধা ছিল কিন্তু Iphone 15 Pro Max এ 6x অপটিক্যাল জুম করা
যাবে।
অনেকদিন ধরে শোনা যাচ্ছে অ্যাপেল ওয়াচ আল্ট্রার গঠন এইবার আইফোনে ও আসবে।
অর্থাৎ আইফোনের এর বডি ফ্রেমে টাইটানিয়াম ব্যবহৃত হবে। যদি তা হয় তাহলে তো অনেক
ভালো স্টিল থেকে টাইটানিয়াম অনেক শক্ত ও মজবুত, কিন্তু তা লোহা থেকে
পাতলা।
Iphone 15 সিরিজে OLED অর্থাৎ Organic Light-light-Emitting Diode ডিসপ্লে
থাকার সুবিধা রয়েছে এর পাশাপাশি Iphone 14 সিরিজে আসার
ডায়নামিক সেফে ফ্রন্ট ক্যামেরা ও ফেস আইডি হার্ডওয়্যার থাকছে। তবে
প্র মডেল দুটিতে কিছু পরিবর্তনের গুঞ্জন আছে। Iphone 14 Pro মডেল গুলোর
তুলনায় Iphone 15 Pro মডেলের Thiner Curve Bezels থাকতে
পারে প্রিমিয়াম মডেলে।
আরও একটি পরিবর্তন থাকতে পারে এর সাইট বাটনে। অ্যাপেল, এ সিরিজের জন্য আগের
সিরিজের ফিজিক্যাল বাটনের পরিবর্তে Haptic প্রতিক্রিয়া সহ Solid State Buttons
গুলো ব্যবহৃত করতে পারে। Solid State Power ও Volume Buttons গুলো
ফিজিক্যাল বাটনের মতই দেখতে। চাপ দিলে ফিজিক্যাল বাটনের মতই অনুভূত হবে। তবে
Solid Button স্পর্শ করার সময় অনুভূতি হলেও বাস্তবে আসলে কোন বাটনই থাকবে
না।
এই প্রযুক্তি ইতিমধ্যে Iphone SE ও Macbook Pro ও Macbook Air এ
দেখা যাচ্ছে। Solid Button এ স্পর্শ করলে Button অনুভূতি হলেও সেখানে Button
থাকবে না।Button থাকবে ফ্রেমের ভিতরে যার ফলে বাহিরের ধুলাবালি ও পানি থেকে
সুরক্ষিত থাকবে ফোনটি।