ইন্টারনেট ছাড়াই WhatsApp ব্যবহারের নতুন সেটিং
সূচিপত্র:
ইন্টারনেট ছাড়াই এখন চলবে WhatsApp
আজকে এমন একটি সিক্রেট সেটিংস আপনাদের সাথে শেয়ার করতে চলেছি যে সেটিংস টি চায়নার মত বড় বড় দেশগুলোতে হোয়াটসঅ্যাপ ব্যান করা আছে সে সকল দেশ ব্যবহার করে থাকে যার মাধ্যমে আপনি ইন্টারনেট ছাড়াই হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে পারবেন
এবার Whastapp টি ওপেন করুন। ওপেন করলে
এইরকম দেখতে পাবেন।
এবার ছবিতে দেখানো থ্রি ডট অপশনটি আপনাদের আপনাদের whatsapp এ দেখতে
পাবেন। এইবার থ্রি ডট অপশনে থ্রি ডট অপশনে ক্লিক করুন। ক্লিক করলে
দুইটি অপশন পাবেন। সেটিং নামে অপশনটি দুই নম্বরে পাবেন। এবার সেটিংসে
ক্লিক করুন।
সেটিংসে ক্লিক করার পরে সামান্য একটু নিচের দিকে scroll করুন। Storage
and Data নামে একটি অপশন পাবেন।
Storage and Data নামে এই অপশনটিতে ক্লিক করুন। তাহলে নতুন
আরেকটি পেইজ আসবে।
কিছু কিছু ফোনে এই পেজ আসার পর একটু নিচের দিকে scroll করতে
হয়, আবার বেশির ভাগ ফোনেই scroll করার অপশান থাকেনা। এবার সবার
নিচে proxy নামে একটি অপশন পাবেন।
যেইটা বাই ডিফল্ট অফ থাকবে। এরপর প্রক্সি সেটিং এর ওপর ক্লিক
করুন। তারপরে আপনাদের সামনে নতুন আরেকটি পেজ চলে আসবে।
এরপরে এইটা লিখে সার্চ দেওয়ার পরে প্রথম পেজেই প্রথমে যে লিংকটি আসবে সেটি ওপেন করুন
এইটা ওপেন করার পর অনেক বড় একটি পেজ আসবে। যেখানে বিভিন্ন দেশের
প্রক্সি গুলো দেওয়া থাকবে। আপনি যে দেশে আছেন সে দেশের
প্রক্সি ব্যবহার করুন।
আমার বাসা যেহেতু বাংলাদেশে তাই আমি বাংলাদেশের আইপি দিয়ে দেখাচ্ছি। আপনার
বাসা যদি ভারত বা অন্য কোন দেশে হয় তাহলে সে দেশের আরবি ব্যবহার করুন। এবার
আইপিটি কপি করে আপনাদেরকে যে পেজটি রিসেন্ট এ রাখতে বলেছিলাম সেই পেজটি ওপেন
করুন।
এবার এই কপি করা আইপিটি set proxy লেখার উপরে ক্লিক করে
পেস্ট করে দিন।
Android ফোনে WhatsApp Proxy যেইভাবে ব্যবহার করবেন:
- প্রথমেই আপনাকে দেখে নিতে হবে, যেন হোয়াটসঅ্যাপেটি একদম লেটেস্ট আপডেট ভার্সনটি থাকে আপনার ফোনে।
- Chats নামে ট্যাবে চলে যান।তারপর সেখানে গিয়ে More এ ক্লিক করুন তারপর Settings অপশনে ক্লিক করুন।
- এবার Storage And Data অপশনে ট্যাপ করে Proxy-তে চলে যান।
- Use Proxy অপশনে ক্লিক করুন।
- Set Proxy অপশনে ক্লিক করুন এবং google থেকে নেওয়া আপনার Proxy Address দিয়ে দিন।
- তারপর Save অপশনে ক্লিক করুন।
- কানেকশনটি সঠিক ভাবে কাজ করলে আপনাকে একটি Check মার্ক দেখানো হবে।
iPhone-এ WhatsApp Proxyযেইভাবে ব্যবহার করবেন:
- এক্ষেত্রেও আপনাকে দেখে নিতে হবে, যেন হোয়াটসঅ্যাপের লেটেস্ট আপডেট ভার্সনটি থাকে।
- এবার হোয়াটসঅ্যাপ Settings অপশনে যান।
- তারপরে Storage And Data অপশনে ক্লিক করে Proxy-তে চলে যান।
- Use Proxy অপশনে ক্লিক করুন।
- আপনাকে Proxy Address এন্টার করতে হবে এবং Save To Connect অপশনে ক্লিক করুন।
- কানেকশন সফল হলে আপনাকে একটি Check Mark দেখানো হবে।