Android 13 এর ১০ টি গোপন সেটিংস
প্রযুক্তির সাথে তাল মিলিয়ে একের পর এক চোখ ধাঁধানো আপডেট নিয়ে আসছে অ্যান্ড্রয়েড। অ্যান্ড্রয়েডের শুরু থেকে এ পর্যন্ত সর্বশেষ আপডেট এসেছে Android 14. যদিও আজকে আমি Android 13 এর আপডেট নিয়েই লিখবো। Android 14 এখনো সব ব্র্যান্ডের ফোনে আপডেট আসে নি যে কারণে Android 14 নিয়ে পরবর্তীতে পোস্ট করব। চলুন জেনে নেই Android 13 এর কিছু গোপন সেটিংস।
আজকের এই পোস্ট থেকে আপনারা প্রায় ১০ টির অধিক গোপন সেটিংস সম্পর্কে জানতে
পারবেন। যেগুলো হয়তোবা এর আগে কখনো কেউ বলেনি বা আপনারা দেখেননি। পোস্টটির
প্রথম থেকে শেষ পর্যন্ত পড়ার অনুরোধ জানানো হলো।
Notification Reminder:
নোটিফিকেশন কি সেটা আমরা কম বেশি সবাই জানি। এত নোটিফিকেশন রিমাইন্ডার টা হলো
নোটিফিকেশন সম্পর্কে অবগত করা। এটি আপনাকে জানিয়ে দিবে আপনি কোন অ্যাপস এর
কাজ করছেন এরপর সেটিকে ব্যাকগ্রাউন্ডে রেখে আরেকটি কাজ করছেন। আপনি যদি
Notification Reminder টি অন করে রাখেন এটি আপনাকে কিছুক্ষণ পরপর জানিয়ে
দিবে।
Notification Reminder অন করার জন্য প্রথমে আপনাকে Settings এ যেতে হবে।
Settings থেকে Notification অপশনে যাবেন এরপরে একটু নিচের দিকে স্ক্রল করলে
Advance settings নামে একটি অপশন পাবেন। এবার Advance settings এ ক্লিক করুন।
Default Sticker:
আমরা কোন ফটো বা ছবিতে স্টিকার লাগানোর জন্য বিভিন্ন রকম অ্যাপস দ্বারা এডিট
করে থাকি। কিন্তু এখন আপনি এটি ডিফল্টভাবে Android 13 ভার্সনে পেয়ে যাবেন।
এটির জন্য আপনাকে যা করতে হবে গ্যালারিতে যাওয়ার পরে আপনি যে ফটোতে স্টিকার
লাগাতে চাচ্ছেন সেটি ওপেন করুন।
আরো জানুন: চুল পাকে কোন ভিটামিনের অভাবে
সেখানে edit নামে একটি অপশন পাবেন। edit এ ক্লিক করলেই সেখানে Sticker এর অপশন
পাবেন। এখন আপনি আপনার ইচ্ছা মত Sticker লাগিয়ে এডিট করতে পারেন।
Widgets Stack:
আমাদের ডিসপ্লের উপরে Widgets ব্যবহার করলে অনেক জায়গা খেয়ে ফেলে। একসাথে দুইটা
বা তিনটা Widgets ব্যবহার করলে ফুল ডিসপ্লে পরিপূর্ণ হয়ে যায়। সেখানে আর কোন
অ্যাপস ব্যবহার করা যায় না। কিন্তু আপনাদের এই নতুন আপডেট এর কারণে একটি Widgets
এর মধ্যে আরেকটি Widgets ব্যবহার করতে পারবেন। যার ফলে আপনাদের ডিসপ্লেটি দেখতে
অনেক সুন্দর দেখাবে।
FPS:
বিশেষ করে FPS এর ব্যাপারটা আমরা যারা গেমার আছি আমরা খুব ভালোভাবে এটা বুঝি।
বিশেষ করে আমরা যখন গেম খেলি তখন আমাদের ডিসপ্লের FPS কত আছে সেটা জানার জন্য
আমরা থার্ড পার্টি অ্যাপস ব্যবহার করি। কিন্তু Android 13 এ এটি নতুন ভাবে
দিয়েছে।
এটি অন করার জন্য আপনাকে প্রথমে Settings এ যেতে হবে এরপরে Developer অপশনে যেতে
হবে। সেখানে গেলে Show Refresh Rate নাম একটি অপশন পাবেন সেটি অন করে দিবেন। এখন
থেকে আপনারা ডিসপ্লের এক কর্নারে দেখতে পাবেন কত FPS এ চলছে।
Lock Home Screen Items:
এখন যখন লক অবস্থায় থাকে অনেক সময় ফোন লক থাকা অবস্থায় আমাদের ক্লিক করে
অ্যাপস গুলো উল্টাপাল্টা হয়ে যায়। হয়তোবা আপনার সাজিয়ে রেখেছেন একভাবে সেটি
চাপ লেগে হয়ে গেছে অন্যরকম। আপনারা চাইলে সেটিকে লক করতে পারবেন। আপনি আপনার
ফোনের স্ক্রিন কিছুক্ষণ চেপে ধরে রাখেন দেখবেন সেটিং নামে একটি অপশন পাবেন।
এবার সেটিংসে ক্লিক করুন একটু নিচের দিকে স্ক্রল করুন দেখতে পাবেন Lock Home
Screen Layout এটি জাস্ট এনেবল করে দিন। এবার আপনি যতই হাত দিয়ে নড়াচড়া করেন
না কেন লক করার পরে সেগুলি আগের অবস্থায় থাকবে।
Background Apps:
আমরা যখন কোন অ্যাপ ইউজ করার পরে সেগুলো রিসেন্ট পেজ থেকে কেটে দি তারপরেও কিছু কিছু অ্যাপস
Background এ চলতে থাকে। আপনি রিসেন্ট পেজে যাওয়ার বাটনে ক্লিক করুন। সেখানে
আপনাকে দেখাবে কোন কোন অ্যাপ Background এ চলছে। সেখানে ক্লিক করে আপনি আপনার
ইচ্ছা মতো অ্যাপসগুলোকে বন্ধ করে দিতে পারেন।
Read All Sms In a Single Tab:
আমরা প্রতিনিয়ত যে সিমগুলো ইউজ করে থাকি, সেখান থেকে হোক বা কোন কন্টাক্ট
নাম্বার থেকে হোক আমাদের ফোনে প্রতিনিয়ত এসএমএস আসে। দিন গেলে দেখা যায় ২০
থেকে ৩০ টার মতো এসএমএস আমাদের ফোনে আসে। এগুলি সব এসএমএস একটা একটা করে দেখা
খুবই বিরক্তিকর।
আপনি চাইলে একটি সেটিংস এর মাধ্যমে সব এসএমএস Read করতে পারবেন। আপনার ফোনে যদি
গুগল মেসেজ অপশনটি থাকে সেখান থেকে থ্রি ডট মেনু তে গিয়ে দেখতে পাবেন Mark All
Read এখানে ক্লিক করুন। দেখবেন আপনাদের সকল এসএমএস Read হয়ে গেছে।
Unit Converter:
আপনাদের মধ্যে অনেকে আছে যারা একটু মাপ যোগ নিয়ে কাজ করেন। তাদেরকে হয়তোবা
অনবরত গুগলে যেতে হয়। এটা আপনি আপনার ফোনের মধ্যে করতে পারবেন। এটি করতে আপনার
ফোনে ডিফল্ট যে ক্যালকুলেটর আছে সেখানে যদি যান সেখানে মেজার নামে একটি ছোট্ট
অক্ষরে অপশন রয়েছে।
সেখানে Unit Converter নামে একটি অপশন রয়েছে। আর এই Unit Converter এর মাধ্যমে
আপনি এক ইউনিট থেকে অন্য ইউনিটে যেতে পারবেন এবং খুব সহজে হিসাব করতে পারবেন।
এর জন্য বারবার আপনাকে গুগলে যেতে হবে না কোন সূত্র এপ্লাই করতে হবে না।
Individual App Language:
আমাদের অনেক সময় মনে হয় কোন একটা অ্যাপস বাংলা ভাষায় চলুক কোন অ্যাপস ইংরেজি
ভাষায় চলবে। আপনারা চাইলে এটি কে কাস্টম ভাবে এক একটা অ্যাপস এ এক এক ভাষা
ব্যবহার করতে পারবেন। এর জন্য আপনাকে সেটিংসে যেতে হবে তারপর General Management নামে একটি অপশন আছে সেটাতে যাবেন তারপর সেখানে App Language নামে একটি
অপশন পাবেন। সেটিতে ক্লিক করুন। এবার আপনি আপনার ইচ্ছামত কোন অ্যাপসে কোন ভাষা
ব্যবহার করবেন ইচ্ছা মত বাছাই করে নিন।
Power Button As Shortcut:
এই সেটিং হচ্ছে করার জন্য আপনাকে সেটিংসে যেতে হবে। তারপরে নিচের দিকে স্ক্রল
করুন। Advance feature নামে একটি অপশন পাবেন সেটিতে ক্লিক করুন। সেখানে Site
key নামে একটি অপশন আছে ক্লিক করুন। সেখানে বেশ কিছু Shortcut অপশন রয়েছে আপনি আপনার ইচ্ছামত সেটআপ করে নিতে পারেন।
তবে একটা কথা না বললেই নয়, এই পোষ্টটি লিখেছেন জনপ্রিয় ব্লগার G Tek BD