হঠাৎ কেন বিদেশি লুকে বুবলি - Bubly new look

 এবার বুবলি কে অনেকটা ওয়েস্টার্ন লুকে দেখা গেল। ঢাকায় সিনেমায় জনপ্রিয় এই নায়িকা দেবাশীষ বিশ্বাসের পরিচালিত "তুমি যেখানে আমি সেখানে" সিনেমাটির প্রথম লটের শুটিং করছে। আর সেই সিনেমার শুটিং এই দেখা গেল বুবলিকে এরকম ওয়েস্টার্ন লুকে। নতুন এই সিনেমায় বুবলির নায়ক রোশান। বুবলি মিডিয়াকে জানিয়েছে এটি সম্পূর্ণ কমেডি সিনেমা।

হঠাৎ কেন বিদেশি লুকে বুবলি - Bubly new look
এমনকি আরও জানিয়েছে এমন সিনেমাতে কাজ করা সত্যিই খুব কঠিন কাজ। মানুষকে হাসানো সবচাইতে কঠিন কাজ। আর আমি আমার দিক থেকে সর্বোচ্চ চেষ্টা করেছি যতটা ভালো কাজ করা যায়। বিনোদনের সবচেয়ে বড় মাধ্যম চলচিত্র দর্শকরা সিনেমা হলে গিয়ে হাসতে চাই, কাঁদতে চাই বিনোদনের সবকিছুই এই সিনেমায় রয়েছে ইমোশনও আছে এমন তথ্য দিয়েছে বুবলি নিজেই।

দেবাশীষ বিশ্বাসের ব্যাপারে বুবলি বলেছে প্রথমবার দেবাশীষ বিশ্বাসের সাথে কাজ করছি। অনেক মেধাবী এই পরিচালকের সাথে কাজ করতে বেশ ভালো লাগছে। সিনেমায় নতুন লুক সম্পর্কে বলেছে, এই সিনেমায় আমাকে বেশ কয়েকটা লুকে দেখা যাবে। অনেক প্রস্তুতি নিয়ে সবগুলো লুকে অভিনয় করার চেষ্টা করছি। দর্শকদের ভালো লাগবে বলেই বিশ্বাস অভিনেত্রী বুবলির।

দর্শকরা নানারকম সিনেমা দেখতে পছন্দ করেন এটি অন্যতম একটি সেরা কমেডি সিনেমা হতে যাচ্ছে। দর্শকরা এটি পছন্দ করবেন বলে বুবলির বিশ্বাস। রোশানকে নিয়ে তিনি বলেছেন এটি তার প্রথম সিনেমা রোশানের সাথে।

রোশানকে অনেক মেধাবী ও ভালো অভিনেতা হিসেবে ব্যক্ত করেছেন তিনি।
এখন বুবলির নতুন লুক, নতুন এ সিনেমা "তুমি যেখানে আমি সেখানে" সেটি দর্শকদের জন্য কতটা আগ্রহের হয় সেটাই দেখার বিষয়। মুক্তির পরে বোঝা যাবে বুবলি কতটা পারছেন কমেডিতে অভ্যস্ত হতে।
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url