মুখে ব্রণ কমানোর উপায় - ব্রণ দূর করার ঔষধের নাম
ছেলে মেয়েদের বয়সন্ধিকালে সাধারণত ব্রণ উঠে। সেজন্য আপনাকে জানতে হবে মুখে ব্রণ কমানোর উপায় ও ব্রণ দূর করার ঔষধের নাম গুলো। মুখে ব্রণ কমানোর উপায় অনেক আছে। আপনি মুখে ব্রণ কমানোর উপায় জানার পর অবশ্যই এই উপায় গুলো অবলম্বন করবেন।
আশা করি আপনি অনেক মনোযোগের সাথে আমাদের এই পোস্টটি প্রথম থেকে শেষ পর্যন্ত পড়বেন। আমাদের আজকের প্রধান বিষয়মুখে ব্রণ কমানোর উপায় ও ব্রণ দূর করার ঔষধের নাম গুলো জানা। এ ছাড়াও আমরা আরো বেশ কিছু তথ্য জানবো। সেগুলো আমাদের সূচিপত্র দেখতে পাবেন। চলুন তাহলে জেনে নেওয়া যাক মুখে ব্রণ কমানোর উপায় ও ব্রণ দূর করার ঔষধের নাম গুলো কি কি।
মুখে ব্রণ কমানোর উপায়:
আমাদের শরীরের প্রধান জায়গাটি হচ্ছে আমাদের মুখ। কেননা এই মুখের মাধ্যমে আমরা
প্রত্যেকেই মানুষকে চিনে থাকি। সেই মুখের সৌন্দর্য কে না চায় বলেন। তবে এই
সুন্দর মুখে ত্বকের উপরে যদি বড় বড় ব্রণ বের হয় তাহলে দেখতে অনেকটা বেমানান
দেখা যায়। ছেলে মেয়েরা লজ্জায় বাসার বাহিরে বের হয় না। মুখে ব্রণ হওয়ার
কারণে মানুষজন বারবার জিজ্ঞাসা করে মুখে কি হয়েছে। আর এই কথাগুলো শুনতে আরো বেশি
খারাপ লাগে। চলুন তাহলে আপনাদের জানিয়ে দিই মুখে ব্রণ কিভাবে কমাবেন বা মুখে
ব্রণ কমানোর উপায়।
মুলতানি মাটি: আপনারা খেয়াল করলে অনেক সময় দেখতে পারবেন আপনাদের
মুখ রোদে গেলে বা এমনিতেই গরমে মুখ অনেক তৈলাক্ত হয়। আর এই তৈলাক্ত মুখেই
ত্বকের ভেতরে ধুলোবালি বা জীবাণুর প্রবেশ করে। আর সেখান থেকেই হতে পারে আমাদের
ব্রণ। মুলতানি মাটি আমরা কম বেশি সবাই চিনি। মুলতানি মাটি আপনারা কসমেটিক্সের
দোকানে পেয়ে যাবেন। মুলতানি মাটি কিনে তাতে কিছুটা পানি দিয়ে পেস্ট তৈরি
করুন। আপনার তৈরি কৃত পেস্ট টি সুন্দর করে আপনাদের পুরো মুখে মাখিয়ে নিন। এবার
২০ থেকে ৩০ মিনিট অপেক্ষা করুন। যখন আপনার এই পেস্ট টি পরিপূর্ণভাবে শুকিয়ে
যাবে তখন ফ্রেস পানি দিয়ে মুখটি ধুয়ে নিন। এই মুলতানি মাটি ব্যবহারের ফলে
আপনার মুখের তৈলাক্ত ভাব দূর হয়ে যাবে এবং আপনার ত্বক উজ্জ্বল হয়ে যাবে। মুখ
তৈলাক্ত না হলে সেখানে ব্রণ হতে পারবে না।
কাঁচা হলুদ: হলুদ আমাদের বাংলাদেশের চাষ হয়। যদিও হলুদ তরকারিতে
মসলা হিসেবে ব্যবহার হয় সেহেতু আমাদের দৈনন্দিন জীবনে হলুদ আমরা দেখেই থাকি।
আমরা অনেকেই জানিনা হলুদের গুনাগুন সম্পর্কে। কাঁচা হলুদ বিভিন্ন ওষুধ
হিসেবেও ব্যবহৃত হয়। কাঁচা হলুদ আমাদের ত্বকের জন্য অনেক উপকারী একটি জিনিস।
কাঁচা হলুদ আমাদের ত্বককে ফর্সা করে দেয় এবং ত্বকের ক্ষুদ্র ক্ষুদ্র কোনায়
লেগে থাকা জীবাণুকে ধ্বংস করে দেয়। যাতে করে সেখান থেকে আমাদের মুখে ব্রণ
হতে পারে না।
আরো পড়ুন: অল্প বয়সে চুল পাকার সমাধান
নিম পাতা: নিমের গাছ আমাদের পরিবেশের জন্য ও আমাদের শরীরের জন্য
কতটা উপকারী সেটি আমরা সবাই জানি। হয়তোবা আপনার অনেক দেখে শুনে এসেছেন কোন
বাসার আশেপাশে মিমের গাছ থাকলে সেই বাসার মানুষদের রোগ বালাই হয় না। এতে করে
হয়তোবা আপনি বুঝতে পেরে গেছেন নিম গাছ কতটা জরুরি। সে নিম গাছের পাতা আমাদের
বিভিন্ন রোগের ওষুধ। এর মধ্যে মুখে ব্রণ হওয়া একটি। মুখে ব্রণ হলে নিম পাতা
বেটে ৩০ মিনিট মুখে লাগিয়ে রাখুন। এরপর পানি দিয়ে ধুয়ে ফেলুন। এই কাজটি
প্রতিদিন অন্তত একবার করে হলেও করবেন। এতে করে আপনার মুখের ব্রণ আস্তে আস্তে
শেষ হয়ে যাবে।
লেবুর রস: আমাদের দৈনন্দ জীবনে লেবু খুব গুরুত্বপূর্ণ একটি
উপাদান। লেবু আছে প্রচুর পরিমাণ ভিটামিন সি। আমরা ক্লান্ত হয়ে গেলে লেবুর
রস খাই আবার খাদ্যের সাথে লেবু রস খায় বিভিন্ন ভাবে লেবুর ব্যবহার করে
থাকি। একটি ছোট পিরিচে দুইটি লেবু কেটে লেবুর রস গুলো নিয়ে নিন। এইবার হাত
দিয়ে মুখের যেসব জায়গায় ব্রণ বেরিয়েছে সেসব জায়গায় লেবুর রস লাগিয়ে
দিন। লেবুর রস শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করবেন। শুকিয়ে গেলে পানি
দিয়ে ধুয়ে ফেলুন। এভাবে প্রতিদিন সকালে ও বিকালে এই টিপস টি ফলো করুন।
দেখবেন এক সপ্তার মধ্যেই আপনার মুখের ব্রণ অনেকটাই কমে গেছে।
আশা করি মুখে ব্রণ কমানোর উপায় গুলো আপনারা জেনে গেলেন। এগুলো সব কিছু
আপনারা ঘরোয়া ভাবে করতে পারেন। প্রতিদিন এখানে দেওয়া উপায় গুলো ফলো করুন
দেখবেন আস্তে আস্তে আপনার মুখের ব্রণ অনেকটাই কমে গেছে। চলুন এবার জেনে নেই
ব্রণ দূর করার ঔষধের নাম।
ব্রণ দূর করার ঔষধের নাম:
ব্রণ দূর করার বিভিন্ন কোম্পানির ঔষধ আছে। এই ঔষধগুলো ডাক্তারের পরামর্শ
করেই খাওয়া উচিৎ বলে আমি মনে করি। কখনো নিজে নিজে এইসব ক্ষেত্রে ডাক্তারের
পরামর্শ ছাড়া ঔষধ খাবেন না। কেননা ব্রণ বিভিন্ন রকমের হয়ে থাকে। গঠন ভেদে
ডাক্তার রা ঔষধ দিয়ে থাকেন। তারপর ও আমি ডাক্তারের প্রেসক্রিপশনে ব্রণ এর
চিকিৎসার ক্ষেত্রে যেইসব ঔষধ লিখে থাকেন আমি সেইগুলো আপনাদের মাঝে তুলে
ধরছি
- Aclene plus
- Adaben duo gel
- fresh look
- Nomark gel
- Adagel plus
- Fona plus
- Acnegel
- Adipal plus
- Adgar
- Aclene cream
- Apalene cream
- Fona cream
- Adapel cream
- Pimplex cream
- Clinex
- Cinamycin Capsule
- Daclin Capsule
- Linocin Capsule
- Endamycin Capsule
- Lindamax Capsule
- Climycin Capsule
আশা করি আপনারা মুখে ব্রণ কমানোর উপায় ও ব্রণ দূর করার ঔষধের নাম গুলো
জানতে পেরেছেন ভালোভাবে। এই ঔষধ গুলো ডাক্তাররা বেশির ভাগ সময়েই দেয়। তারপর
ও চেষ্টা করবেন ডাক্তার পরামর্শ ছাড়া ঔষধ না খাওয়ার। আসুন এইবার জেনে নেওয়া
যাক ব্রণের দাগ দূর করার উপায়।
ব্রণের দাগ দূর করার উপায়:
আমাদের মুখের ব্রণ ভালো করা গেলেও বা ভালো হয়ে যাওয়ার পরে সেই সব ব্রণ এর
দাগ গুলো থেকেই যায় আমাদের মুখে। ব্রণ হওয়ার থেকেও ব্রণ এর দাগ মুখে থাকলে
আরও বিছ্রি লাগে দেখতে আমাদের মুখ। ব্রণ এর দাগ অতটা সহজে দূর করা যায়না।
তবে আমি বেশ কিছু ঘরোয়া উপায় ও ডাক্তার এর প্রেসক্রিপশনে লিখে দেওয়া শরীরের
বা মুখের দাগ দূর করার মলম এর নাম বলব।
মুলতানি মাটির গুড়ো: মুলতানি মাটির গুড়ো আমাদের মুখের তৈলাক্ত
ভাব দূর করে মুখের ত্বক মলিন করে তোলে। মুলতানি মাটির গুড়ো পরিমাণ মতো
পানির সাথে মিশিয়ে পেষ্ট তৈরি করে নিবেন। আপনার মুখের যেইসব দাগ আছে সেইসব
যায়গায় পেষ্ট টি একটু একটু করে লাগিয়ে ঘুমিয়ে পড়ুন। সকালে ঠান্ডা পানি দিয়ে
মুখ ধুয়ে ফেলবেন। আপনি চাইলে দিনেও এটি ব্যবহার করতে পারেন। এতে আপনার
মুখের দাগ খুব দ্রুত চলে যাবে।
অ্যালোভেরা: অ্যালোভেরার গুনাগুন বলে হইতো বা বোঝানো যাবে না
যে অ্যালোভেরা আমাদের কত উপকার করে চিকিৎসার জন্যেও। অ্যালোভেরা খাইলে এটি
আপনার শরীরের ক্লান্তি দূর করে আপনাকে সতেজ করে তুলে। অ্যালোভেরা ত্বকের
জন্যেও অনেক কার্যকারী। প্রতিদিন গোসলের পূর্বে অ্যালোভেরার অপর এ থাকা ছাল
তুলে ফেলবেন। অ্যালোভেরার ভেতরের অংশ টুকু দিয়ে আপনার মুখে যেইখান এ যেইখান
এ দাগ আছে সেইখান এ হাল্কা করে ভরাবেন। এরপর ৩০ মিনিট অপেক্ষা করুন।
অ্যালোভেরার রস শুকিয়ে গেলে মুখ ধুয়ে ফেলুন। দেখবেন কয়েকদিন এর মধ্যেই
আপনার মুখের দাগ গুলো গায়েব হয়ে গেছে।
আরো পড়ুন: ছুলি থেকে মুক্তির উপায়
আপনাদের এতক্ষণ ব্রণের দাগ দূর করার উপায় গুলো বলেছি সবগুলো ছিল ঘরোয়া উপায়।
আপনি খুব সহজেই আপনার মুখের ব্রণ এর দাগ দূর করতে পারবেন এই গুলা উপায় ফলো করলে।
চলুন এইবার জেনে নি ডাক্তারি উপায়ে ব্রণের দাগ দূর করার উপায়। নিচে কিছু ব্রণ এর
দাগ দূর করার মলম এর নাম লিখছি।
- Betameson N cream
- Betadern N cream
- Betaval-N cream
- Betavate N cream
- Mexidern N cream
- Neocort cream
- Neobet 5 cream
- Aristobet-N cream
আশা করি এই পর্যন্ত আপনি যা যা পড়েছেন তাতে আপনি জেনে গেছেন মুখে ব্রণ কমানোর
উপায়, ব্রণ দূর করার ঔষধের নাম ও ব্রণের দাগ দূর করার উপায়। এখন আমরা জানবো
মুখের ব্রণ দূর করার উপায়।
মুখের ব্রণ দূর করার উপায়:
মুখ আমাদের শরীরের একটি অন্যতম অংশ। আমাদের মুখে যদি কোন ব্রণ বা দাগ দেখা যায়
তাহলে আমাদের দেখতে খুব বেমানান লাগে। এজন্য এই মুখের ব্রণ দূর করার উপায় বা
মুখে ব্রণ কমানোর উপায় যেটাই বলেন না কেন আমি এই পোস্টটিতে আপনাদেরকে পরিপূর্ণ
ধারণা দেওয়ার চেষ্টা করব।
যদিও আমি আগে একটি টপিক লিখে এসেছে মুখে ব্রণ কমানোর উপায় আপনি যদি খেয়াল করেন
মুখে ব্রণ কমানোর উপায় ও মুখের ব্রণ দূর করার উপায় দুটি কথা মানেটা কি
দাঁড়ায়। সেই জন্য কষ্ট করে আমি এইবার আর বিবরণ দিচ্ছি না শুধু লিস্ট আকারে
দিলাম।
- মুলতানি মাটির পেষ্ট
- কাঁচা হলুদ বাটা
- নিম পাতার রস
- লেবুর রস
- মুলতানি মাটির গুড়োর পেষ্ট
- অ্যালোভেরা জেল
- হলুদ গুঁড়ো এবং লেবুর রস
এখানে শুধু পয়েন্ট গুলো লিখলাম আপনারা এগুলোর বিবরণ উপরের দিকে দেখে নিবেন।
এইবার আমরা জানবো মেয়েদের মুখের ব্রণ দূর করার ক্রিম গুলোর নাম।
মেয়েদের মুখের ব্রণ দূর করার ক্রিম:
মেয়েদের মুখের ত্বক হয় ছেলেদের তুলনায় বেশি কোমল ও নরম। সেজন্য সব রকমের
ক্রিম মেয়েদের মুখে মাখা উচিত নয়। আমি বাছাইকৃত কয়েকটি মেয়েদের
মুখের ব্রণ দূর করার ক্রিম এর নাম গুলো বলছি।
- নোভাক্লিয়ার একনি ক্রিম
- নোভাক্লিয়ার একনি ক্লিনজার
- নরম্যাকনে অ্যান্টি-ব্যাকটেরিয়াল ক্লিনজিং ফেসিয়াল জেল
- নরম্যাকনে একনি স্পট ট্রিটমেন্ট
- ডার্মাডিকস অ্যান্টি-একনি সিরাম
- ওয়ান নাইট একনি প্যাচ
এছাড়াও আপনি যদি ডাক্তারি মলম বা ডাক্তার ক্রিম ব্যবহার করতে চান তাহলে আমি
ডাক্তারি সাজেস্ট করা ক্রিম গুলোর কথা উল্লেখ করেছি। এগুলো ছেলে-মেয়ে উভয়
দিতে পারবে। তবে আমার জানামতে সবচেয়ে বেস্ট ডাক্তারের সাজেস্ট করা ক্রিম হচ্ছে
Betameson N cream. আপনি এই ক্রিমটি ব্যবহার করতে পারেন। এই ক্রিমটিকে মেয়েদের
মুখের ব্রণ দূর করার ক্রিম হিসেবে আমি প্রথমে রাখবো। চলুন এবার কথা বলি
মেয়েদের ব্রণ দূর করার ঔষধের নাম গুলো নিয়ে।
মেয়েদের ব্রণ দূর করার ঔষধের নাম:
আসলে ব্রণের ক্ষেত্রে ছেলে বা মেয়ে দিয়ে আলাদা ওষুধ সেভাবে থাকে না। যদিও
ছেলেদের হরমোন এবং মেয়েদের হরমোন আলাদা সে হিসেবে কিছুটা ওষুধ কম বেশি হতে
পারে। মেয়েদের ব্রণ দূর করার ঔষধের নাম গুলো আমি আলাদাভাবে বলছি। যদিও এর আগে
আমি আপনাদের জানিয়েছি ব্রণ দূর করার ঔষধের নাম। তারপরেও আমি আবারও লিখছি
মেয়েদের ব্রণ দূর করার ঔষধের নাম গুলো।
- Climycin Capsule
- Endamycin Capsule
- Linocin Capsule
- Daclin Capsule
- Lindamax Capsule
- Cinamycin Capsule
মেয়েদের ব্রণ দূর করার ঔষধের নাম গুলো আমি লিখে দিলাম। তবে আপনাদের কাছে
অনুরোধ করব ডাক্তারের পরামর্শ ছাড়া কখনোই কোনো ওষুধ খাবেন না। কেননা প্রতিটি
ঔষধের-ই সাইড ইফেক্ট আছে। সেজন্য চেষ্টা করবেন ডাক্তারের পরামর্শ নিয়ে ব্রণ
দূর করার ওষুধ খাওয়া। চলুন এবার জেনে নিই ব্রণ দূর করার উপায় ও রূপচর্চা
কিভাবে করবেন এবং আপনার মুখ কিভাবে সব সময় দাগ মুক্ত উজ্জ্বল রাখবেন।
ব্রণ দূর করার উপায় ও রূপচর্চা:
এটি আমাদের শেষ টপিক ব্রণ দূর করার উপায় ও রূপচর্চা বিষয়ে। মুখে ব্রণ কমানোর
উপায় বা ব্রণ দূর করার উপায় একই কথা। এই ব্রণ দূর করার উপায় এর আগে আমি
লিখেছি সেহেতু এবার শুধু লিখব আপনাদের রূপচর্চা নিয়ে। ব্রণ দূর করার উপায়
হিসেবে আপনারা মুখে ব্রণ কমানোর উপায় অথবা মুখের ব্রণ দূর করার উপায় এই
টপিকটি দেখে নেবেন।
আরো পড়ুন: মুখের মেছতা দূর করা ক্রিমের নাম
তাহলে চলুন জেনে নিই মুখের ব্রণ দূর করা শেষে রূপচর্চা কিভাবে করবেন। চেষ্টা
করবেন রাত্রে তাড়াতাড়ি ঘুমানোর। পর্যাপ্ত পরিমাণে পুষ্টি জাতীয় খাবার খেতে।
পুষ্টি জাতীয় খাবার খেলে আমাদের ত্বক অনেক ভালো থাকে। বাজারে বিভিন্ন নাইট
ক্রিম পাওয়া যায় যেগুলো শুধুমাত্র রাতে ব্যবহার করবেন।
চেষ্টা করবেন সূর্যের তাপ থেকে দূরে থাকার। ধুলোবালিযুক্ত রাস্তাঘাট ব্যবহার না
করাই ভালো। কেননা ধুলোবালি আমাদের ত্বককে নষ্ট করে দেয়। ভালো মানের ফেসওয়াশ
ব্যবহার করবেন তাহলেই হবে।
লেখকের শেষ কথা:
আপনার যদি অন্য কোন তথ্য জানার থাকে আমাদেরকে কমেন্ট করুন অথবা আমাদের যোগাযোগ পেজে গিয়ে আমাদের ইমেইলে ইমেইল করতে পারেন। নতুন নতুন আপডেট পোস্ট পেতে
নিয়মিত আমাদের ওয়েবসাইটটি ভিজিট করুন, ধন্যবাদ।